Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রশিক্ষণ আয়োজন
বিস্তারিত

শিক্ষাখাতে এ পর্যন্ত আমাদের যে অর্জন আছে তার শুরু হয়েছিল স্বাধীনতার অব্যবহিত পর থেকে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে। প্রত্যাশিত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রধান অন্তরায়গুলোর মধ্যে রয়েছে সামাজিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান শিক্ষার অভাব, একই স্তরের শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে অসমতা, বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে ব্যাপক ফারাক, দুর্বল শিখন মূল্যায়ন ও শিক্ষকের উন্নয়ন ও জবাবদিহিতার ব্যবস্থায় সীমাবদ্ধতা, শিক্ষক প্রণোদনার অভাব, সরকারি তহবিল ব্যবহারের তদারকিতে দুর্বলতা, প্রাথমিকে ঝরে পড়ার উচ্চহার, অতিদরিদ্র বা দুর্গম এলাকার শিশুদের ভর্তি না-হওয়া, প্রাথমিক-পরবর্তী পর্যায়ে শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থী হ্রাস, নগরাঞ্চলে দরিদ্র জনসংখ্যা বৃদ্ধি এবং মানসম্মত দক্ষতা প্রশিক্ষণমূলক শিক্ষার অভাব প্রধান। উপজেলা রিসোর্স সেন্টার সদর, গাইবান্ধা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অবদান রেখে আসছে এ প্রতিষ্ঠানটি।

প্রশিক্ষণের আয়োজন: উপজেলা রিসোর্স সেন্টার সদর, গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ আয়োজন করে থাকে। শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষগণের ইনডাকশন প্রশিক্ষণ সহ সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষকদের "Competency Based Item Development, Marking and test administration" প্রশিক্ষণ, চাহিদা ভিত্তিক সাব-ক্লাষ্টার প্রশিক্ষণ, একাডেমিক সুপারভিশন প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছে।

বিদ্যালয় প্ররিদর্শন: উপজেলা রিসোর্স সেন্টার সদর গাইবান্ধায় কর্মরত কর্মকর্তাগন বিদ্যালয় পরিদর্শণের মাধ্যমে ঝড়ে পড়া, পাঠদান কার্যক্রমে বিভিন্ন পরামর্শ প্রদান এবং শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের মাধ্যমে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে।